ঢাকা, মঙ্গলবার   ১৪ মে ২০২৪

চলছে মরক্কো ও ইরানের মহারণ  

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:৩৫, ১৫ জুন ২০১৮ | আপডেট: ২২:৩২, ১৫ জুন ২০১৮

বিশ্বকাপ ফুটবলের ইতিহাসে প্রথমবারের মতো মুখোমুখি উত্তর আফ্রিকার দেশ মরক্কো ও মধ্যপ্রাচ্যের দেশ ইরান। বাংলাদেশ সময় রাত ৯টা ম্যাচটি সেন্টপিটার্সবার্গ স্টেডিয়ামে শুরু হয়। শুরুর পর থেকেই চলছে আক্রমন পাল্টা আক্রমন। কিন্তু সহজে ধরা দিচ্ছে না গোল।

দেশ দুটি এনিয়ে পঞ্চমবারের মতো বিশ্বকাপ খেলছে। বিশ্বকাপে এর আগে কখনোই একে অপরের মুখোমেুখি হয়নি মুসলিম এই দুই দেশ।    

‘বি’ গ্রুপের এই দুই দলের লড়াইয়ে ফেভারিট খোঁজা মুশকিল। সেন্ট পিটার্সবার্গের এই ম্যাচের আগে অবশ্য দারুণ একটা সংবাদ পেয়েছে মরক্কো। চোট কাটিয়ে ফিট হয়ে উঠেছেন নাবিল দিরার। যিনি এস্তোনিয়া ও স্লোভাকিয়ার বিপক্ষে প্রস্তুতি ম্যাচ দুটি মিস করেছিলেন।

মরক্কো একাদশ: মুনির এল কাজুই (গোলরক্ষক), আশরাফ হাকিমি, মেধি বেনাতিয়া (অধিনায়ক), রোমেন সেইস, হাকিম জিয়েচ, করিম আল আহমেদি, ইউনুস বেলহানদা, এমবার্গ বোসুফা, নরদিন আমরাবাত, আমিন হারিত, আইয়ুব এল কাবি।

ইরান একাদশ: আলিরেজা বেইরানভান্দ (গোলরক্ষক), এহসান হাজিসাফি, রুজবেহ চেশমি, মোরতেজা পৌরালিগানজি, রামিন রেজাইয়েন, মাসুদ সোজাঈ (অধিনায়ক), ওমিদ ইব্রাহিমী, ভাহিদ আমিরি, করিম আনসারীফারদ, আলিরেজা জাহানবাখশ, সরদার আজমউন।

এমএইচ/এসি   

 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি